দেশে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় মারা গেলেন ৭ জন


করোনা ভাইরাসের খবর










করোনা ভাইরাসের খবর

UBT NEW ২৪ ঘন্টা করোনা ভাইরাসের খবর সরবরাহ করে


বাংলাদেশে কোরনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ জন। ২৯ জানুয়ারী শুক্রবার স্বাস্থ অধিদপ্তরের ধারাবাহিক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, নতুন আক্রান্তের সংখ্যা ৪৫৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার ৪০৭ জন। ।আক্রান্ত ব্যক্তির মধ্য সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন। গতকাল থেকে ভাইরাসের হাত থেকে রক্ষা পেয়েছেন, অর্থাত সুস্থ হয়েছেন ৪১৪ জন। আর বাংলাদেশে র্মাচ থেকে এ পর্যন্ত মারা গিয়েছেন ৮ হাজার ৯৪ জন। তার মধ্য বেশির ভাগই অকাল মৃত্যু বলে গন্য করা যায়। গতকাল ২৮ জানুয়ারি করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গতকাল মারা গিয়েছে ১৫ জন এবং নতুন শনাক্ত করা হয়েছে ৫০৯ জনকে।

২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৭৫ টি এবং আক্রান্ত হার ৩.৭৬ শতাংশ।

 

উল্লেখ্য গত ২০২০ সালের ৮ র্মাচ দেশে করোনাভাইরাস ধরা পড়ে এবং এবং তা ধিরে ধিরে সারা দেশে ছড়াতে থাকে। প্রথম দিকে ভাইরাস ছড়ানোর হার কম থাকলেও মে মাস থেকে ভয়ংকর ভাবে ছড়িয়ে যেতে থাকে । এসময় মানুষ খুব আতঙ্কগ্রস্ত অবস্থায় ‍দিন কাটিয়েছেন। আগস্ট পর্যন্ত ছড়ানোর হার ২০ শতাংশের দিকে আসতে থাকে। 


এরপর নতুন শনাক্তের হার নিচের দিকে আসতে থাকে। প্রায় দুয়েক মাস পর্যন্ত নিম্নমুখী থাকলেও নভেম্বর থেকে নতুন সংক্রমণের হার আবারো উর্ধমুখী হয়। ২০ নভেম্বরের পর থেকে দেশে করোনাভাইরাসের সংক্রানের হার দৈনিক গড়ে ২ হাজারের উপরে হয়।

Share:

0 Comments:

Post a Comment

Facebook Autolike

xx/hot-posts

BTemplates.com

xx/feat-big
Powered by Blogger.

Search This Blog

Youtube

4/xx/grid-big

News

6/xx/grid-small

Android apps

3/xx/grid-small

Computer

3/xx/col-left

facebook tips & tutorial

3/xx/post-list

Android

3/xx/col-right

Pages

Blog Archive