ঘন কুয়াশার কারণে আজ বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় উড়োজাহাজ উড্ডয়ন-অবতরণে বিঘ্ন ঘটে। আগের দিন একই কারণে বিকেল চারটা পর্যন্ত কোনো উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি।
বেলা ১১টার ফ্লাইটে ঢাকা যাওয়ার কথা ছিল নভোএয়ারের যাত্রী শহীদুল ইসলামের। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা। তিনি বলেন, ঢাকায় তাঁর গুরুত্বপূর্ণ মিটিং আছে। অথচ সৈয়দপুর বিমানবন্দরে এসে দেখেন, বোর্ডিং পাস দেওয়া হচ্ছে না। সাইদা সুলতানা নামের আরেক যাত্রী বলেন, তিনি শিক্ষকতা করেন। জরুরি প্রয়োজনে তিনি ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু উড়োজাহাজ চলাচলে আবহাওয়াগত দুর্যোগ সৃষ্টি হওয়ায় তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা ও সৈয়দপুর উভয়মুখী কোনো উড়োজাহাজ চলাচল করতে পারেনি। এর মধ্যে রয়েছে ইউএস–বাংলার দুটি ও নভোএয়ারের এটি ফ্লাইট। উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বহু যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, সৈয়দপুর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশে ঘন কুয়াশা রয়েছে। আকাশে ভিজিবিলিটি ৯০০ থেকে ১ হাজার মিটারে ওঠানামা করছে। বিমান চলাচলে প্রয়োজন ১ হাজার ৮০০ মিটার ভিজিবিলিটি। বেলা দুইটার পর আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে।
0 Comments:
Post a Comment